ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সাবেক এমপি চয়নকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সিরাজগঞ্জে সাবেক এমপি চয়নকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের উপজেলা আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী এই আদেশ দেন। বিষয়টি আলোকিত বাংলাদেশকে নিশ্চিত করেছেন আদালতের সিএসআই মো. আশরাফ আলী।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকা থেকে চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গ্রেপ্তার করে পুলিশ। সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ডা. এমএ মুহিতের দুটি বাড়ি ভাঙচুর ও বিস্ফোরক মামলায় তাদের পরদিন শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

১১ ফেব্রুয়ারি সকালে চয়ন ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সেদিন আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং ২৭ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

আজ বৃহস্পতিবার শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে চয়ন ইসলামকে ৩ দিন করে মোট ৬ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

জিজ্ঞাসাবাদ,জেলগেট,এমপি চয়ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত